সিনেমা ফ্লপ হতেই ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ হৃতিক-এনটিআরের!
যতটা গর্জাল, ততটা বর্ষাল না— ‘ওয়ার ২’র বক্স অফিসের হিসেবনিকেশ বলছে তেমনটাই। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের যুগলবন্দি, মারকাটারি অ্যাকশন দৃশ্য বা চোখ ধাঁধানো ভিএফএক্সেও শেষ রক্ষা হল না।
ছবির এমন অপ্রত্যাশিত ব্যর্থতার কারণেই কি দুই তারকার বন্ধুত্বে ছেদ পড়ল? ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন হৃতিক এবং জুনিয়র এনটিআর। নেটিজেনদের একাংশ সম্প্রতি সেটাই আবিষ্কার করেছেন।
বিজ্ঞাপন
দুই অভিনেতার মধ্যে আদৌ কোনও মনোমালিন্য হয়েছে কি না, তা যদিও জানার উপায় নেই। তবে হৃতিক এখনও ওয়ার ২-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সহ-অভিনেত্রী কিয়ারা আদভানিকে ফলো করছেন।
শুধু তাই নয়, অতীতে তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের অনেকেই এখনও রয়েছেন তার ‘ফলোয়িং’ তালিকায়। মজার বিষয় হল, হৃতিকের বাবা রাকেশ রোশন এখনও ইনস্টাগ্রামে জুনিয়র এনটিআরকে অনুসরণ করছেন।
বিজ্ঞাপন
অয়ন পরিচালিত ‘ওয়ার ২’ ৪০০ কোটির বিশাল বাজেটে নির্মিত হয়েছে। প্রথম দিনেই ৫২ কোটি টাকার ভালো ওপেনিং সত্ত্বেও সেই সাফল্য ধরে রাখতে পারেনি। অনেকে মনে করছেন, সেই কারণেই সম্পর্কের তাল কেটেছে দুই নায়কের।
‘ওয়ার ২’ ঘোষণার পর থেকে হৃতিক এবং জুনিয়র এনটিআরের বন্ধুত্ব ছিল দেখার মতো। সুযোগ পেলেই একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিতেন তারা।
একটি বিবৃতিতে দক্ষিণী অভিনেতা লিখেছিলেন, ‘মনে হয়, আমার এবং হৃতিক রোশন গারুর (তেলুগুভাষীরা বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে গারু সম্বোধন করেন) ক্যারিয়ার একই সময়ে শুরু হয়েছিল। অনেক আগে যখন আমি ‘কাহো না প্যার হ্যায়’ দেখেছিলাম, তখন প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। তিনি বর্তমানে দেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী। আমার যাত্রা শুরু হয়েছিল তার প্রশংসা করে। এত বছর পর আমি তার সঙ্গে অভিনয় এবং নাচ করার সুযোগ পেয়েছি।’
এদিকে শুরুটা আশাব্যঞ্জক হলেও ‘ওয়ার ২’-র আয় পঞ্চম দিনে একক অঙ্কে নেমে এসেছে। জানা গেছে, ছবিটির আয়ের হার ৭৬% হ্রাস পেয়েছে। সে হিসেবে সিনেমাটি ফ্লপের তকমাও পেতে পারে।
এনএইচ