‘নিজেই সুগার ড্যাডি হও’, চাহালের আচরণে কোর্টে কান্নায় ভেঙে পড়েন ধনশ্রী
ভালোবেসে বিয়ে করেছিলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ও চিকিৎসক ধনশ্রী। তবে বিয়ের মাত্র ১৯ মাসের মধ্যেই ভাঙন ধরে সেই সম্পর্কের। চলতি বছরের শুরুতেই শেষ হয় তাদের ডিভোর্স পর্ব। তারকা জুটির বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কম বিতর্ক হয়নি।
ডিভোর্সের দিন চাহালের পোশাক নিয়েই নেটপাড়ায় শুরু হয় তোলপাড়। তিনি আদালতে হাজির হয়েছিলেন ‘Be Your Own Sugar Daddy’ লেখা টি-শার্ট পরে। পরে এক পডকাস্টে সেই টি শার্ট পরার ব্যাখ্যাও দেন তিনি। আর এবার পাল্টা জবাব দিলেন ধনশ্রী ভার্মা।
বিজ্ঞাপন
একটি ইউটিউব পডকাস্টে ধনশ্রী জানান, ডিভোর্সের দিন আদালতে তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তার কথায়, ‘যেদিন রায় ঘোষণার সময় আমি দাঁড়িয়ে ছিলাম, তখনও ভেবেছিলাম মানসিকভাবে প্রস্তুত। কিন্তু হঠাৎ করেই ভেঙে পড়েছিলাম। সবার সামনে কাঁদছিলাম, থামাতেই পারিনি। আজও সেই মুহূর্ত ভুলতে পারি না।’
চাহালের টি-শার্ট প্রসঙ্গেও ধনশ্রীর বিস্ময়, ‘কোর্ট থেকে বেরোনোর পর যখন সেই ভিডিও দেখলাম, সত্যিই অবাক হয়েছিলাম। যদি কিছু বলতে চাইতেন, সরাসরি আমায় জানাতে পারতেন। একটা হোয়াটসঅ্যাপ মেসেজই যথেষ্ট ছিল। টি-শার্ট পরে ওভাবে প্রকাশ্যে বার্তা দেওয়ার কি দরকার ছিল?’
বিজ্ঞাপন
২০২০ সালের ডিসেম্বরে করোনাকালে গুরুগ্রামে বিয়ে করেছিলেন চাহাল-ধনশ্রী। কিন্তু ২০২২ সালের জুন থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। গত ৫ ফেব্রুয়ারি পারিবারিক আদালতে পারস্পরিক সম্মতিতে ডিভোর্সের আবেদন জানান। অবশেষে মার্চে আইনি বিচ্ছেদ হয়।
ডিভোর্স শুনানির সময় গুঞ্জন ছড়ায়, ধনশ্রী নাকি ভরণপোষন হিসেবে ৬০ কোটি টাকা দাবি করেছেন। তবে ধনশ্রীর পরিবারের পক্ষ থেকে সাফ জানানো হয়, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কখনোই এমন কোনও অর্থ চাওয়া, প্রস্তাব বা আলোচনাও হয়নি। এসব গুজব ছড়ানো হচ্ছে মাত্র।
এনএইচ