বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

নেটিজেনদের ধারণা, তাদের ৪০ বছরের সংসারে নাকি ফাটল ধরেছে এবং তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। তবে এই গুঞ্জন নিয়ে এতদিন নীরব ছিলেন তারা। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন সুনীতা। 

সম্প্রতি কালার্সের রিয়েলিটি শো 'পতি পত্নী অর ওহ' অনুষ্ঠানে সুনীতা বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘৪০ বছর একসঙ্গে থাকা কি সহজ কাজ? প্রত্যেক মানুষই ভুল করে।’ 

তার কথায়, ‘সব কিছুরই একটা নির্দিষ্ট বয়স থাকে। আমি আমার যৌবনে এমনটা করেছিলাম, কিন্তু ৬২ বছর বয়সে, যখন আমার এত বড় সন্তান আছে তখন একজন মানুষ কীভাবে ভুল করতে পারে?’ এদিকে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই গোবিন্দা ও সুনীতা তাদের বাড়িতে একসঙ্গে গণেশ পূজা করেন। 

সে সময় সুনীতা বলেছিলেন, ‘আজ আমরা একে অপরের এত কাছে। যদি কিছু ঘটত, তাহলে কি আমরা এত কাছে থাকতাম? আমরা অনেক দূরে থাকতাম। কেউ আমাদের আলাদা করতে পারবে না, উপর থেকে দেবতা আসুক, অথবা শয়তান আসুক।’

এমআইকে