বলিউড অভিনেতা গোবিন্দ আর তার স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল, দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য ভেঙে যাচ্ছে তাদের। তবে সম্প্রতি দুজনেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। সুনীতা এমনকি বলেছেন, স্বয়ং ভগবান এলেও তাদের আলাদা করতে পারবেন না।

সম্প্রতি সুনীতা অতিথি বিচারক হিসেবে যোগ দেন রিয়ালিটি শো ‘পতি পত্নী অর পাঙ্গা – জোড়িও কা রিয়্যালিটি চেক’–এ। সেখানেই স্বামীকে নিয়ে রসিকতা করে তিনি বলেন, গোবিন্দা নাকি প্রায় প্রতিটি নায়িকার সঙ্গেই ফ্লার্ট করতেন। বিশেষ করে অভিনেত্রী সোনালির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মজা করে উল্লেখ করেন তিনি। 

গোবিন্দা সোনালির সঙ্গে অভিনয় করেছিলেন ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’ এবং ‘অপনে দম পর’–এ। এদিকে সেই সোনালিই ছিলেন ওই শোয়ের সঞ্চালক। প্রসঙ্গ টেনে সুনীতা বলেন, ‘আমরা অনেক হেসেছি, পুরোনো মজার মুহূর্তগুলো আবার মনে করেছি। আমি বলেছি, গোবিন্দ অনেকের সঙ্গেই ফ্লার্ট করতে পারে, কিন্তু সোনালি ছাড়া! তিনি-ই একমাত্র নায়িকা, যার সঙ্গে গোবিন্দ কোনোদিন ফ্লার্ট করার চেষ্টা করেননি।’

উল্লেখ্য, ১৯৮৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন গোবিন্দ ও সুনীতা। তখনও গোবিন্দ বলিউডে নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাননি। বিয়ের খবর দুজনে প্রথমে গোপন রেখেছিলেন। তবে বিয়ের এক বছর পরই কন্যা টিনা আহুজার জন্মের মধ্য দিয়ে তাদের সংসারের খবর প্রকাশ্যে আসে।

ডিএ