ছুরিকাঘাতের পর হাসপাতালে সেবা নিতে নিজের পরিচয় দিতে বাধ্য হন সাইফ
ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তখন সে ঘটনা ভারতের বিনোদন দুনিয়ায় তোলপাড় ফেলে দেয়। কিন্তু, ছুরিকাঘাতের পর হাসপাতালের সেবা নিতে গিয়ে বহু ঝঞ্ঝাটের মাঝে পড়তে হয় বলিউডের এই নবাবকে; পরে নিজের পরিচয় দিতে বাধ্য হন সাইফ।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার একটি চ্যাট শোতে এসে সাইফ এসব কথা জানান। জানান, হাসপাতালে ভর্তির সময় তিনি হুইলচেয়ারের পরিবর্তে স্ট্রেচার চেয়েছিলেন, কারণ তার অবস্থা গুরুতর ছিল। কিন্তু কর্তব্যরত ব্যক্তি ঘুমিয়ে থাকায় তিনি বাধ্য হন নিজের পরিচয় দিয়ে বিষয়টি জরুরি অবস্থা বলে জানাতে।
বিজ্ঞাপন
অভিনেতা বলেন, ‘আমরা যখন হাসপাতালে ঢুকলাম, তখন একজনকে বললাম, ‘আমরা কি স্ট্রেচার পেতে পারি?’ সে বলল, ‘হুইলচেয়ার?’ আমি বললাম, ‘না, আমার মনে হয় আমার স্ট্রেচার দরকার।’ সে বলল ‘না’।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর আমি বললাম, ‘হেই’! কারণ সে ঘুম থেকে উঠছিল না। বললাম, ‘আমি সাইফ আলি খান। আমার মেডিকেল ইমার্জেন্সি দরকার।’
এদিকে অনেকে সাইফের ছুরিকাণ্ডের এ ঘটনাকে সাজানো নাটক বলে মন্তব্য করেন। কারণ, গুরুতর আহত হয়ে মেরুদণ্ডে অস্ত্রোপচারের পরও তিনি হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে এসেছিলেন।
অবশ্য সে বিতর্ক নিয়েও মুখ খুলছেন সাইফ। অভিনেতা জানান, তার পরিবার ও ভক্তদের অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে রাখতেই এমনটা করেছিলেন।
ডিএ