চোখে গ্লিসারিন দিয়ে কাঁদতেন আনুশকা!
বলিউডে যখন আনুশকা শর্মা পা রেখেছিলেন, তখনই তিনি বুঝিয়ে দিয়েছিলেন গ্ল্যামার দুনিয়ার দৌড়ে সহজে পিছিয়ে পড়বেন না। এরইমধ্যে ইন্ডাস্ট্রিতে ১৩টি বছর কাটিয়ে ফেলেছেন তিনি।
শুধু সফল অভিনেত্রী নন, আনুশকা শর্মার পরিচয় এখন একজন সফল প্রযোজক হিসেবেও। পেশাদার জীবনে বেশ সফল তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পুরনো অ্যাক্টিং স্কুলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেই ভিডিও থেকেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়, বলিউডের ফিল্মি পরিবারের অংশ না হলেও অভিনয়ের পোকা শুরু থেকেই রয়েছে আনুশকা শর্মার মধ্যে। ভিডিওতে তাকে নিজের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা গেছে।
বিজ্ঞাপন
একটি আবেগঘন দৃশ্যের অনুশীলন করছিলেন তিনি। সেই ভিডিওতে তাকে একটি কালো রঙা ফুলহাতা টপ এবং পিচ রঙা স্কার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। চুল ছিল খোলা, আর ছিল বেশ হালকা মেক-আপ। সব মিলিয়ে মিষ্টি এক তরুণী। ভিডিওতে দেখা গেছে, আবেগঘন দৃশ্যের জন্য চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদছেন আনুশকা।
শাহরুখের হাত ধরে বলিউড যাত্রা শুরু। এরপর আমির খান, সালমান খানসহ বলিউডের এ-তালিকার নায়কদের সঙ্গে একের পর এক ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন আনুশকা। যদিও বেশ কয়েক বছর ধরে রূপালি পর্দা থেকে দূরে রেখেছেন নিজেকে। শেষবার আনন্দ এল রাইয়ের ‘জিরো’ (২০১৮) সিনেমায় দেখা গিয়েছে তাকে। এখন তিনি বিরাটের কন্যা ভামিকার মায়ের ভূমিকা পালনেই বেশি ব্যস্ত। তবে থেমে নেই তার প্রযোজনার কাজ।
বিজ্ঞাপন
আরএইচ