শাইনি আহুজা
খেটেছিলেন জেল, এখন কাপড়ের ব্যবসাই শেষ ভরসা অভিনেতার
বলিউডের একসময়ের প্রিয় মুখ, ছিলেন সুপারহিট যতো সিনেমার নায়ক; দুই দশক আগেও ইন্ডাস্ট্রিজে যিনি দাপিয়েছেন- তারই দূরাবস্থার খবর জানা গেল এবার। বলা হচ্ছে গ্যাংস্টার খ্যাত অভিনেতা শাইনি আহুজার কথা।
বলা বাহুল্য, শাইনির জন্য ‘দূরাবস্থা’ বলতে বোঝায়- বলিউডের লাইমলাইট থেকে ছিটকে যাওয়া। এক ঘৃণিত অভিযোগে জেল খেটেছিলেন, এরপর আর ইন্ডাস্ট্রিতে ফেরার সুযোগ পাননি। বর্তমানে নিজ দেশের বাইরে বসবাস করছেন তিনি, মনোনিবেশ করেছেন ব্যবসায়।
বিজ্ঞাপন
কিন্তু কী হয়েছিল অভিনেতার- অক্ষয় কুমার, বিদ্যা বালান, কঙ্গনা রানাওয়াত, জন আব্রাহামের মতো তাবড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকের মনে জায়গা করে নেওয়ার পরও কীভাবে হারিয়ে গেলেন শাইনি?
বিজ্ঞাপন
মূলত ২০০৯ সাল থেকে শাইনির জীবন একেবারেই বদলে যায়। বাড়ির ১৯ বছরের পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সাত বছর জেলে কাটাতে হয় তাকে। এরপর ক্যারিয়ার থমকে যায়, বহু কাজ হাতছাড়া হয়, এমনকি কাছের পরিচালক-প্রযোজকরাও দূরে সরে যান। ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’-এর পর আর নতুন কোনো সিনেমা পাননি।
জেল জীবন শেষ হওয়ার পর বলিউডে ফেরার পথ সহজ হয়নি। দীর্ঘদিন ধরে তাঁর জন্য আর চাহিদা ছিল না। তাই ভারত ছাড়েন শাইনি এবং বর্তমানে ফিলিপিনসে কাপড়ের ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। লাইমলাইট থেকে দূরে থাকলেও সম্প্রতি নেটভুবনে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, খানিকটা স্থূলকায় হলেও মুখে সেই পরিচিত হাসি এখনো অটুট।
শাইনি আহুজার এই ঘটনা বলে দেয়, কোনো খ্যাতি স্থায়ী নয়। জীবন কখনও কখনও সিনেমার চেয়ে নাটকীয় হয়ে ওঠে। বলিউডের শীর্ষ থেকে নীরবতা এবং বিদেশে নতুন জীবন, সব মিলিয়ে শাইনির জীবন আজও নেটিজেনদের জন্য চর্চায়।
ডিএ