বলিউডে ক্যারিয়ার শুরু করতে না করতেই একাধিক সম্পর্ক গড়ার খবরে এসেছেন সারা আলী খান। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গেও নাম জড়িয়েছেন এই বলিউড অভিনেত্রী। একাধিকবার কার্তিক-সারাকে অন্তরঙ্গ অবস্থায়ও দেখা গেছে।

তবে সেই সম্পর্ককে অতীত বানিয়ে আবারও প্রেমে মজেছেন সাইফ আলী খান কন্যা। কে সেই বিশেষ মানুষ, যার সঙ্গে সম্প্রতি সারা ডেটিং করছেন?

ইনস্টাগ্রামে বুধবার এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। হঠাৎ সারাকে নিয়ে এই গুঞ্জনের কারণ একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে সাগর পাড়ে রাতের অন্ধকারে এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ ভঙ্গিতে মজে আছেন সারা। সেই পুরুষের নাম জেহান। তিনিই প্রথম ছবিটি পোস্ট করেছেন। তার পোস্টের পর একই ছবি সারা পোস্ট করতেই নড়ে বসেছেন সবাই।

ছবিটি দেখে নেটাগরিকদের কিন্তু দুইয়ে দুইয়ে চার মেলাতে কোনো অসুবিধা হয়নি। যেভাবে মিলিয়ে পোশাক পরেছেন সারা ও তার প্রেমিক। সারার এই প্রেমিকের নাম জেহান হন্ডা। ছবিতে জেহান পরেছেন গেরুয়া রঙের শার্ট। সাদার ওপর একই রঙের স্ট্রাইপ দেওয়া বারমুডা। আর সারা উষ্ণ নরম গেরুয়া রঙের হট ড্রেসে।

নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে রি-পোস্টে ‘তোমায় ভালবাসি’ কথাটা। যা ছবির ওপরে লিখেছেন স্বয়ং সারা। শুধু তাই নয়, ‍দুজনের ছবি দেখে মনে হচ্ছে এভাবে আগেও সম্ভবত একসঙ্গে সময় কাটিয়েছেন দুজন।

বলিউড সংবাদমাধ্যম বলছে, সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সহকারি পরিচালক ছিলেন জেহান। সেখান থেকেই সারার সঙ্গে পরিচয়। সেখান থেকেই হঠাৎ দুজনের মধ্যে প্রেম। ইদানিং প্রায়ই তাদের মুম্বাইয়ের নানা জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে বলেও গুঞ্জন আছে।

আরআইজে