হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। আগামী দুই একদিনের মধ্যেই বাড়ি ফিরতেন পারেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এই কিংবদন্তি অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকী।

গত মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। শ্বাসকষ্টের কারণে গত মাসেও দুইবার তাকে একই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

দিলীপ কুমারের স্বাস্থ্যের বিষয়ে পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুকী জানান, ৯৮ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী দুই একদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন 'দিলীপ সাব'।

অভিনেতার আরোগ্য কামনা করার জন্য অনুরাগীদের উদ্দেশে যে কৃতজ্ঞতা জানিয়েছে দিলীপ কুমারের পরিবার, টুইটারে সেকথাও উল্লেখ করেছেন ফারুকী।

উল্লেখ্য, গত মাসে হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় দিলীপ কুমারের ২টি ফুসফুসেই পানি জমেছে। বর্তমানে একই হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নিউমোনিয়ায় আক্রান্ত ওই অভিনেতার শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল বলে জানা গেছে।

আরআইজে