রাজের তিন সহকর্মী ও গহনা বশিষ্ঠের বিরুদ্ধে মামলা
শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্নকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। গত কয়েক দিন ধরে পুরো ভারত মেতে আছে এই ইস্যুতে। এ পর্যন্ত বেশ কয়েকজন মডেল ও অভিনেত্রীর নাম জড়িয়েছে রাজের সঙ্গে। যারা তার পর্নভিডিওতে কাজ করেছেন কিংবা তাদেরকে কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২৭ জুলাই) পর্নকাণ্ডে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতে নেওয়া হয়। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা যদিও তাকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন করেছিল আদালতে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।
বিজ্ঞাপন
এবার জোর করে পর্নগ্রাফিতে অভিনয় করানোর অভিযোগে রাজ কুন্দ্রার তিন সহকর্মী ও অভিনেত্রী-মডেল গহনা বশিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ‘হটশটস’ অ্যাপে একটি পর্নোগ্রাফিতে তাকে অভিনয় করতে জোর করা হয়।
এ ঘটনায় মুম্বাইয়ের মালওয়ানি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে পর্নগ্রাফিতে অভিনয় করার মামলায় প্রায় চার মাস কারাগারে ছিলেন গহনা। আপাতত জামিনে ছাড়া পেলেও ফের নতুন করে আইনি জটে জড়ালেন ‘গান্দি বাত’ অভিনেত্রী। এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের হাতে।
এর মধ্যে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা ম্যাজিস্ট্রেট আদালতকে জানিয়েছে, রাজ ও তার সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে ‘হটশটস’-অ্যাপের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসার মাধ্যমে অন্তত ১.১৭ কোটি রুপি আয় করেছেন রাজ কুন্দ্রা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরআইজে