এক সিনেমায় প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া
বলিউডের প্রথম সারির তিন তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। নিজ নিজ ক্যারিয়ারে তারা প্রত্যেকেই সফল। তাদের রয়েছে আলাদা ভক্তকূল। তবে একসঙ্গে এই তিন তারকাকে কোনো সিনেমায় দেখা যায়নি। এবার সেই চমকপ্রদ ঘটনাই ঘটতে যাচ্ছে।
প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা ফারহান আখতার। সিনেমার নাম ‘জি লে জারা’। এটি নির্মিত হচ্ছে রোড-ট্রিপ ধাঁচের গল্পে। কাহিনী লিখেছেন জয়া আখতার, ফারহান আখতার ও রিমা কাগতি। প্রযোজনায় তাদের সঙ্গে থাকছেন রিতেশ সিধওয়ানি।
বিজ্ঞাপন
প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবার গাড়ি নিয়ে মেয়েদের বেরিয়ে পড়ার সময়।’
সিনেমাটি নিয়ে ফারহান আখতার বলেছেন, ‘এটি রোড ট্রিপ নিয়ে সিনেমা। তিন নারীর ভ্রমণ নিয়ে জীবনের এক টুকরো গল্প তুলে ধরা হবে এতে।’
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হবে এই সিনেমার শুটিং। আর মুক্তির জন্য অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত। কেননা প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়া প্রত্যেকের হাতেই বেশ কিছু সিনেমা রয়েছে। সেগুলোর কাজ শেষ না হওয়া পর্যন্ত এটির চিত্রায়নে নামতে পারছেন না তারা।
উল্লেখ্য, নির্মাতা হিসেবে ফারহান আখতারের বেশ সুনাম রয়েছে। তিনি ২০০১ সালে বিখ্যাত ‘দিল চাহতা হ্যায়’ দিয়ে পরিচালনা শুরু করেন। এরপর ‘লক্ষ্য’, ‘ডন’, ‘ডন ২’ ও ‘পজিটিভ’ সিনেমাগুলো নির্মাণ করেছেন। অভিনেতা হিসেবে ফারহানকে সর্বশেষ দেখা গেছে গত ১৬ জুলাই মুক্তি পাওয়া ‘তুফান’-এ।
কেআই/আরআইজে