বলিউড অভিনেতা রজত বেদীর গাড়িতে ধাক্কা লেগে আহত হয়েছেন মুম্বাইয়ের ডিএন নগরের এক বাসিন্দা। অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই রজতের গাড়ির সামনে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে কুপার হাসপাতালে ভর্তি করেন রজত। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

জানা গেছে, মত্ত অবস্থায় ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। তার মাথার পেছনে আঘাত লাগে। আহত ব্যক্তির পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রজত। কিন্তু তার পরিবারের দাবি, অভিনেতা আর হাসপাতালে আসেননি বা কোনও খোঁজ খবর নেননি।

ইতিমধ্যেই রজতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও তাকে গ্রেফতার করা হয়নি। আপাতত সেই ব্যক্তি আইসিইউতে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, বলিউডে বহু দিন অভিনয় করেছেন রজত। ‘কোই মিল গয়া’, ‘চালবাজ’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’-র মতো একাধিক সিনেমায় দেখা গেছে তাকে।

সূত্র : আনন্দবাজার

আরআইজে