আলিবাগের দ্য ম্যানসন হাউজে ২৪ জানুয়ারি (রোববার) বসবে বরুণ-নাতাশার বিয়ের আসর। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি সেই মাহেন্দ্রক্ষণের। এমন শুভদিনের আগে দুর্ঘটনার কবলে পড়লেন বরুণ। 

শুক্রবার বন্ধুদের সঙ্গে ব্যাচেলর পার্টি করতে ভেন্যু থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে বরুণের গাড়ি। তবে কোনো ক্ষতি হয়নি এই তারকার। 

ব্যাচেলর পার্টি থেকে ফিরে ম্যানসন হাউজে প্রবেশের পথে পাপারাতজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বরুণ। তাই বিয়ের সময় এমন দূর্ঘটনাকে গুরুত্ব দেননি তাদের কাছে। জানা যায়, বরুণ পুরোপুরি ঠিক ছিলেন।

ম্যানসন হাউজ এখন বিয়ের অনুষ্ঠান চলছে পুরোদমে। আত্মীয়রা ও বলিউডের তারকারাও পৌঁছেছেন সবাই। করোনার কারণে অতিথির সংখ্যা নির্দিষ্ট। বিরাট-আনুশকার বিয়ের দায়িত্ব যেই ইভেন্ট ম্যানেজমেন্ট যাদের ছিল তারাই বরুণের বিয়ের দায়িত্ব সামলাচ্ছে। 

বরুণের বিয়েতেও থাকছে একাধিক নিরাপত্তা। ভেন্যুর ভেতরে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। পাপারাতজিদের ক্যামেরা এড়াতে পুরো ভেন্যুতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। 

তবে মেহেদি অনুষ্ঠান পর্বের ছবি এরইমধ্যে প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে বরুণকে দেখা যাচ্ছে ক্রিম রঙের কুর্তা-পাজামা ও ম্যাচিং জ্যাকেটে। সঙ্গে গোলাপি রঙের সানগ্লাসে দেখা গেল বরুণকে। ছবিতে আরও ছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রা, বরুণের দাদা রোহিত ধাওয়ান, পরিচালক কুণাল কোহলিকে।

এমআরএম