বরুণের বিয়ের অতিথিদের জন্য বাংলো খুলে দিলেন শাহরুখ খান
বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের পর্ব শেষ হয়েছে ২৪ জানুয়ারি (রোববার)। করোনার কারণে অতিথিদের তালিকা ছিল সীমাবদ্ধ। তাই মাত্র কয়েকজন বলিউড তারকা আমন্ত্রণ পেয়েছেন এই নতুন যুগলের বিয়েতে। সবার জন্য আলীবাগের ম্যানসন রিসোর্টে থাকার ব্যবস্থা রাখা হয়েছে।
কিন্তু শাহরুখ খানের জন্য রাখা হয়েছিল বিশেষ সমাদারের ব্যবস্থা। তা হবেই না কেন! বরুণ ধাওয়ানকে কতটা ভালোবাসেন কিং খান, তা সবার জানা। কিন্তু শেষ পর্যন্ত বিয়েতে শাহরুখ উপস্থিত ছিলেন কি-না, তা জানা যায়নি। কারণ এই সময়ে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি।
বিজ্ঞাপন
উপস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও ছোট ভাইয়ের বিয়ের দায়িত্ব নিতে ভুলেননি শাহরুখ। আলীবাগে রয়েছে তার বিশাল বাংলো বাড়ি। যেটি ম্যানসন রিসোর্ট থেকে বেশি দূরে নয়। তাই বিয়ের অতিথিদের জন্য বাংলো খুলে দেন তিনি।
কয়েকদিন থেকে বিয়ে নিয়ে বেশ শোরগোল চলছে। বরুণের বিয়ের অন্দরমহল কেমন হবে তা দেখতে অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু আগেই ঘোষণা দেওয়া হয় কোনো ক্যামেরা ব্যবহার করা যাবে না বিয়ের আসরে। যদিও সেই নিষেধাজ্ঞা বরুণ নিজেই ভেঙে দেন। নববধূর সঙ্গে গাঁটছড়া বাঁধার ছবি প্রকাশ পায় তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।
বিজ্ঞাপন
বিয়ের আয়োজন চলবে পাঁচদিন পর্যন্ত। ভারতের এক গণমাধ্যমের সূত্রে জানা যায়, বিয়ের পর্ব চুকিয়ে মধুচন্দ্রিমার জন্য তুরস্কে উড়াল দেবেন এই নবদম্পতি। ইস্তাম্বুলের বিখ্যাত পাঁচ তারকা হোটেল সিরাগান প্যালেসে থাকবেন তারা।
এমআরএম