আরিয়ান খান; বলা চলে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কারণ তার বাবা বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান। মান্নাত-এর মতো রাজপ্রাসাদে বেড়ে উঠেছেন। সেই রাজকীয় জীবন ছেড়ে টানা ২৭ দিন কারাগার ও এনসিবি দফতরে। অবশেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তার জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত।

তবে আজই বাড়িতে ফিরতে পারছেন না আরিয়ান। কারণ আদালত এখনো বিস্তারিত রায় প্রকাশ করেননি। শুক্রবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে। এরপর আরিয়ানকে মুক্তির নির্দেশ পাঠানো হবে জেলে। নির্দেশ পৌঁছানোর পরই মুক্তি পাবেন তিনি। সে হিসেবে শুক্রবার বিকালে কিংবা শনিবার সকালের দিকে কারাগার থেকে বের হবেন আরিয়ান।

গত ২ অক্টোবর রাতে আরিয়ানকে আটক করেছিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপরের দিন তাকে গ্রেফতার করা হয় মাদক মামলায়। প্রথম পাঁচ দিন আরিয়ানকে রাখা হয়েছিল এনসিবির দফতরে। এরপর তাকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে নেওয়া হয়।

কারাগারে অন্যান্য কয়েদির মতোই থাকতে হয়েছে আরিয়ানকে। কোনোরকম বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এমনকি বাইরে থেকে খাবার পর্যন্ত পাঠানো যায়নি তার জন্য। জেলের ভেতরে মাসিক সাড়ে ৪ হাজার রুপি ভিত্তিতে খাবার খেয়েছেন আরিয়ান। এমন পরিস্থিতি মেনে নেওয়া তার জন্য যেমন কঠিন ছিল, তেমনি দুঃসহ ছিল তার বাবা-মার জন্যও।

তবে অবশেষে ছেলের মুক্তির খবরে নিঃসন্দেহে স্বস্তি এসেছে কিং খানের পরিবারে। প্রায় এক মাস পর বড় ছেলে মান্নাতে ফিরবে, এ আনন্দে হয়ত ভিজে আসছে শাহরুখ-গৌরীর চোখের কোণ।

উল্লেখ্য, আরিয়ানের সঙ্গে তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকেও জামিন দিয়েছেন আদালত। তারাও একই সময়ে মুক্তি পাবেন। গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে তাদের সবাইকে আটক করেছিল এনসিবি।

কেআই