আজ থেকে ১৫ বছর আগে ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কায়েস আরজুর। প্রথম সিনেমা দিয়েই দর্শকের অনেক ভালোবাসা পান তিনি। এরপর মুক্তি পায় আরজু অভিনীত আরও ৯টি সিনেমা।

কায়েস আরজু এবার যুক্ত হলেন নতুন সিনেমায়। যার নাম ‘ময়না’। এরইমধ্যে সিনেমাটি করতে চুক্তিতে সাক্ষর করেছেন চট্টগ্রামের এই নায়ক। সিনেমাটি পরিচালনায় থাকছেন মনজুরুল ইসলাম মেঘ। কাহিনীকার ও প্রযোজক আলিম উল্ল্যাহ খোকন। নির্মিত হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।

এ সিনেমায় দ্বিতীয়বারের মতো নবীন নায়িকা রাজ রিপার সঙ্গে জুটি বাঁধছেন আরজু। এছাড়াও এতে অভিনয় করবেন আমান রেজা, নাদের চৌধুরী, সুব্রত, আফফান মিতুলসহ অনেকে। আগামী ৩০ মার্চ সাভারে সিনেমাটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কায়েস আরজু অভিনীত ৫টি সিনেমা-ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের ‘এক পসলা বৃষ্টি’, শাখাওয়াত হোসাইনের ‘অপুর বসন্ত’, গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ এবং অপূর্ব রানা পরিচালিত ‘জল রঙ’।

আরআইজে