করোনা পজিটিভ গাজী রাকায়েত
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত করোনায় আক্রান্ত। ৩১ মার্চ (বুধবার) তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
কামরুজ্জামান সাগর গণমাধ্যমে বলেন, ‘রাকায়েত ভাইয়ের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তার তাকে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন। আমাদের সবার প্রিয় মানুষটির জন্য দোয়া করবেন।’
বিজ্ঞাপন
ঘরবন্দি সময়টা বই পড়ে ও সিনেমা দেখে পাড় করছেন গাজী রাকায়েত। পাশাপাশি পরবর্তী কাজের পরিকল্পনা করছেন। জানা যায়, হালকা কাশি ছাড়া কোনও বড় সমস্যা নেই তার। বাসায় নিভৃতবাসে রয়েছেন।
দেশের শোবিজ অঙ্গনের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১ এপ্রিল খবর পাওয়া যায় কোভিড পজিটিভ প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি জানিয়েছিলেন অভিনেতার ছোট মেয়ে নাতাশা।
বিজ্ঞাপন
জানা যায়, আবুল হায়াতের শরীরে এরইমধ্যে এ পজিটিভ প্লাজমা দেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভালো আছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। তিনি গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
এমআরএম