‘নারী কীসে আটকায়’ যা বললেন পরীমণি
দাম্পত্যজীবনে টানাপোড়েন চলছে চিত্রনায়িকা পরীমণির। সম্প্রতি এক বছর পূর্ণ করল তার একমাত্র আদরের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে নিয়েই সকল ব্যস্ততা তার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক চর্চিত বিষয়, ‘নারী কীসে আটকায়?’ ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এই দলে নাম লেখালেন পরীমণি। শুধু নারী নয়, এদিন তিনি জানালেন মানুষ আসলে কীসে আটকায়।
বিজ্ঞাপন
রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে ছন্দ আকারে তিনি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।’ পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
নারী,পুরুষ কিংবা মানুষ,কিসে এতো আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়…….
Posted by Pori Moni on Sunday, August 13, 2023বিজ্ঞাপন
অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহমত পোষণ করেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মা হিসেবে পরীর প্রশংসা করেন অনেকেই। একজন লেখেন, ‘আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি।’ আরেকজন মজা করে লেখেন, ‘আমি তো শুধু পড়ালেখায় আটকাই।’
ফিট হয়ে শিগগিরই অভিনয়ে ফিরবেন পরীমণি। জানা গেছে, অচিরেই কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে।
কেএইচটি