যে কারণে সংস্কার হচ্ছে না মান্নার কবর
এক যুগ আগে মারা যান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। মৃত্যুর পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার বাগানবাড়ির নিজ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। কিন্তু তার কবর পাকাকরণ এখনো হয়নি। এ নিয়ে ভক্তরা বিভিন্ন সময় কবর পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু পারিবারিক ও কবরস্থান নিচু জায়গায় হওয়ায় কবরটি সংস্কার করা এখন পর্যন্ত হয়নি। এরপরেও দুই দফা কবরস্থান মাটি দিয়ে উঁচু করলেও দেবে যাওয়ার কারণে সংস্কার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে চিত্রনায়ক মান্নার বড় বোন মিসেস কণা বলেন, ‘পারিবারিক কবরস্থানে আমার ছোট ভাইকে সমাহিত করার কারণে তার কবরটা সংস্কার করতে পারিনি। যে জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে সেই জায়গাটা ইসমাইলি। যে কারণে আমাদের একা সিদ্ধান্তে আমরা কবরটি সংস্কার করতে পারছি না। আমাদের পারিবারিক কবরস্থানের দেখভাল করেন আমার চাচা সাফি তালুকদার। তিনি দেশের বাইরে থাকেন। তার দেশে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশে আসতে পারছেন না। তিনি দেশে ফিরলেই কবর নির্ধারণ করেই প্রতিটি কবরের ফলক নির্মাণ করা হবে। তখনই আমরা মান্নার কবরটি সংস্কার করব।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা মান্নার কবরটি একবার পাকা করেছিলাম। তখন একসঙ্গে সেখানে সবার কবর দেবে গিয়েছিল। এরপর আমরা মাটি ভরাট করি। তখন আমার চাচা দেশের বাইরে ছিলেন। তিনি নিষেধ করেছিলেন দেশে ফিরেই সবাই মিলে সেখানে যতগুলো কবর আছে সবগুলোই পাকাকরণ করবেন। তার নিষেধের কারণে এখনো কবর পাকাকরণ করা হয়নি। কারণ তিনি জানেন কোথায় কার কবর আছে।
বিজ্ঞাপন
১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।