করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা এস এম মহসীন। ১৮ এপ্রিল (রোববার) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতাকে নিয়ে তাদের বিভিন্ন স্মৃতি। 

অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘মৃত্যুর মিছিল ক্রমশ হচ্ছে বড়। আজ চির বিদায় নিলেন আমাদের প্রবীন ও প্রিয় অভিনেতা এস এম মহসীন। তাঁর সাথে কত কাজের অভিজ্ঞতা, কত স্মৃতি!!!! দুঃসময়, বড়ই দুঃসময়। প্রতিদিনের এই মৃত্যু সংবাদে ক্রমশ অসহায় বোধ করছি। মহসীন ভাই, ভালো থাকুন পরপারে। গভীর শ্রদ্ধা।’

অভিনেত্রী তারানা হালিম লেখেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য, বিশিষ্ট অভিনেতা প্রিয় এস এম মহসিন ভাইয়ের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তুমি, তাকে বেহেশত নসিব কর।’

নাট্যকার মাসুম রেজা লেখেন, ‘আহারে মহসিন ভাই। আপনার মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি। খুব খারাপ লাগছে, খুবই।’

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লেখেন, ‘মহসিন স্যার আপনিও! কী হলো!! অন্তত আপনার বেলায় ভেবেছিলাম এতো সুস্থ একজন মানুষ আপনি, যার কোনওদিন জ্বর পর্যন্ত হয়নি। ঠিকই সারভাইব করে ফেলবেন। আমরা তো স্যার গতমাসের ৯ তারিখে একসাথে কাজ করলাম! সেই একইভাবে আমাকে ‘বাবু’ বলে কথা বললেন, সতীর্থকে ফোন করলেন। আমার মোবাইলে টাপুর টুপুরের ছবি দেখলেন! আমার হাত থেকে নিয়ে ঠাণ্ডা কোক খেলেন। ভালো থাকুন স্যার, নিশ্চিন্তে ঘুমান প্রিয় শিল্পী। চিরশান্তিময় হোক এ যাত্রা।’

নির্মাতা দীপংকর দীপন লিখেছেন, ‘মহসিন স্যার আমার অভিভাবক ছিলেন, ১৯৯৮ সাল হতে। তখন জাহাঙ্গীরনগরে পড়াতেন আমাদের। এই কদিন আগে পরিচালক সমিতির ভোটের দিনও স্যার বলেছিলেন, অনেকদিন কাজ হয় না দীপংকর। আমি বলেছিলাম, সামনেই হবে স্যার। হলো না স্যার। আই অ্যাম সো সরি স্যার। আমার কান্না পাচ্ছে স্যার।’

এমআরএম