ভয়ংকর রূপে দেখা দিলেন শাকিব
প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’র ট্রেজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেজারের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান শেয়ার দিয়েছেন। যেখানে তার ভয়ংকর রূপ দেখা গেছে।
ট্রেজারের শুরুতে মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয়না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটি আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।
প্রসঙ্গত, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। ১৮ কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এই ছবিটি বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ।
এমআইকে