ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপন শাবনূরের
পশ্চিমা বিশ্বের একটি জনপ্রিয় উৎসব হ্যালোইন। এ উৎসবে অংশ নিতে দেখা গেল ঢালিউডের তারকাদেরও; তাদের একজন চিত্রনায়িকা শাবনূর।
গত শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন শাবনূর। বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়; সেখান থেকেই ধরা দেন নিজেদের।
বিজ্ঞাপন
ছবিগুলোতে দেখা যায়, একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে অংশ নিয়েছেন নায়িকা; তাদের সঙ্গে কাউকে দেখা যায় মমি রূপে, আবার কাউকে জম্বি রূপে। বলা বাহুল্য, ভয়ংকর সাজের সঙ্গে মজায় মেতে ওঠেন তারা।
বিজ্ঞাপন
পোস্টের ক্যাপশনে শাবনূর জানান, এটি শুধুই মজার জন্যই করা, আর নিজেকে মজার ছলে একজন ‘কুল মা’ হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।
ডিএ