এক যুগ পর আর্নিকের স্বপ্নপূরণ
নাদেদজা সুলতানা আর্নিক
দেশীয় সংগীতাঙ্গনের পরিচিত মুখ সুকণ্ঠী গায়িকা নাদেদজা সুলতানা আর্নিক। আজ থেকে ঠিক এক যুগ আগে ২০০৯ সালে প্রফেশনালি সংগীত ক্যারিয়ার শুর করেন তিনি। এই সময়টায় অডিও-ভিডিও, স্টে শো, টিভি লাইভ সব মাধ্যমেই গান করে গেছেন। পেয়েছেন শ্রোতার ভালোবাসাও। তবে এত বছরেও সিনেমায় গাওয়ার স্বপ্নটা অধরাই ছিল। অবশেষে আর্নিকের সেই স্বপ্নপূরণ হলো। প্রথমবারের মতো সিনেমায় গাইলেন সদা হাসিমুখের এই গায়িকা।
গত ১৮ নভেম্বর রাতে মগবাজারের একটি স্টুডিওতে জীবনের প্রথম সিনেমার গানটিতে কণ্ঠ দেন আর্নিক। সিনেমার নাম ‘মানব দানব’। গানের কথা লিখেছেন সিনেমার পরিচালক বজলুর রাশেদ চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। এতে আর্নিকের সহশিল্পী হিসেবে কণ্ঠ দেওয়ার কথা জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের। কলকাতার নায়ক বনি সেনগুপ্তের সঙ্গে গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন নবাগত নায়িকা শালুক।
বিজ্ঞাপন
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিনেমার জন্য গাইতে পেরে বেশ উচ্ছ্বসিত আর্নিক। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বলেন, ‘সত্যি বলতে ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্ন ছিল সিনেমায় গাওয়ার। কিন্তু এই অঙ্গনের মানুষের সঙ্গে আমার পরিচয় নেই। ফলে গওয়ার সুযোগও হচ্ছিল না। এ নিয়ে মনের ভেতর একটা আক্ষেপও ছিল। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। প্রথমবারের মতো বড় পর্দার জন্য গাইলাম। সিনেমা হলে নায়িকার ঠোঁটে বাজবে আমার গান! সব মিলিয়ে আমি অনেক বেশি আনন্দিত! আশাকরি দর্শক-শ্রোতারা কাজটি পছন্দ করবেন।’
এদিকে, আর্নিক সম্প্রতি ‘টিকটক’ নামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। যেটির সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। গায়িকা এখন গানটির ভিডিওর পরিকল্পনা সাজাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করবেন তিনি।
বিজ্ঞাপন
গানের পাশাপাশি আরেকটি নতুন ক্যারিয়ারও গড়তে যাচ্ছেন আর্নিক। কদিন আগেই তিনি হাক্কানি গ্রুপের সিস্টার কনসার্ন ‘স্মাইল টিস্যু’র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন। এ নিয়ে আর্নিক বলেন, ‘স্মাইল অর্থ হাসি! আর আমি তো সব সময় হাসির মধ্যেই থাকতে ভালোবাসি। এ জন্যই তারা আমাকে পছন্দ করেছেন!’
আরআইজে