হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ড মামলায় হেরে সর্বস্বান্ত হয়েছিলেন। এরপর চলে যান আড়ালে। ছিলেন প্রচারের আলো থেকে বেশ দূরে। অবশেষে কিছুটা সামলে উঠেছেন তিনি, শিগগির বড় মঞ্চে জনসমক্ষে আসতে চলেছেন অ্যাম্বার।

জনির বিরুদ্ধে মানহানির মামলা লড়তে গিয়ে সব সঞ্চয় হারিয়েছিলেন অ্যাম্বার। উল্টো তাকে আইনিভাবে হারিয়ে ১১৬ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন জনি। মেয়েকে নিয়ে স্পেনে চলে গিয়েছিলেন অ্যাম্বার। বেচে দিতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার বাড়িটিও। মেয়েকে নিয়ে প্রচারের বৃত্তে থাকতে চাননি অভিনেত্রী। তবে ইতোমধ্যে রপ্ত করে নিয়েছেন স্পেনের ভাষা। নতুন করে পথচলার জন্য মানসিকভাবেও প্রস্তুত তিনি।

স্পেনে পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময় অ্যাম্বার জানান, হলিউড পুরোপুরি ছেড়ে দেননি তিনি। কিছু কাজও আছে হাতে। সম্প্রতি জানা গেল তার প্রত্যাবর্তনের খবর।

‘অ্যাকোয়াম্যান’-এর অভিনেত্রী অ্যাম্বার খুব শিগগিরই আমেরিকার এক চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটবেন। তার অভিনীত ‘ইন দ্য ফায়ার’ ছবির জন্যই এ মর্যাদাব্যঞ্জক চলচ্চিত্র উৎসবে যাওয়া। ২৪ জুন হবে ছবিটির প্রিমিয়ার উৎসব।

/এসএসএইচ/