বিএসএমএমইউতে বিনামূল্যে ঠোঁট, তালুকাটা অস্ত্রোপচার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীর অস্ত্রোপচার করা হবে। আগামী ২০ ও ২১ জুন দুই দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।
বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে আগামী ২০ ও ২১ জুন তারিখে জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
এই সেবা নিতে ইচ্ছুক রোগীদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ভবনের বহির্বিভাগের ২০৬ নম্বর কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
টিআই/এমএইচএস