বিএসএমএমইউয়ে মরণোত্তর দেহদান করলেন বুপাশা কান্তা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) মরণোত্তর দেহদান করেছেন ঠাকুরগাঁওয়ের ঘোষপাড়ার জামিলা বুপাশা কান্তা (৪৩) নামের এক নারী।
বুধবার (১২ অক্টোবর) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছে এ মরণোত্তর দেহ হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে এই মরদেহ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এসময় উপচার্য তার বক্তব্যে এই ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বুপাশার একমাত্র কন্যা নাদিয়া মনস্থিতাসহ পরিবারের সবার এই ত্যাগের জন্য ধন্যবাদ জানান। তিনি দেশের সবার প্রতি এরকম মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
মরদেহ হস্তান্তরের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, বিভাগটির সাবেক অধ্যাপক ডা. খন্দকার মোনাজারে শামীম, অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (অবসরপ্রাপ্ত), অ্যানাটমি বিভাগের সব শিক্ষক, কর্মচারী এবং রেসিডেন্টরা।
বিজ্ঞাপন
এসময় প্রয়াত জামিলা রুপাশা কান্তার ছোট বোন শাকিলা রুপাশা মরদেহটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষণ-প্রশিক্ষণ এবং গবেষণার কাজে ব্যবহারের জন্য অনুমতিপত্র চেয়ারম্যানের কাছে দেন।
বুপাশার মরদেহের এমবাম্বিং প্রক্রিয়ার শুরুতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর পরিচালনায় বিভাগের সব শিক্ষক, কর্মচারী ও রেসিডেন্টদের অংশগ্রহণে মরদেহের যথাযথ সম্মান পবিত্রতা রক্ষার জন্য শপথ করা হয়।
টিআই/জেডএস