ছাত্র ভর্তির পাশাপাশি পড়ানো হয়- এমন সব প্রতিষ্ঠানে ক্যান্সার বিষয়টির নামের ভিন্নতা থাকায় চিকিৎসক নিয়োগে জটিলতা রয়েছে। এই জটিলতা দ্রুততম সময়ে নিরসনের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টস (বিএসআরও) আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই দাবি জানান।

তারা বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ক্যান্সার চিকিৎসকের সংখ্যা অনেক কম। এদিকে, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ক্যান্সার বিষয়ে পড়ানো হয় এমন সব প্রতিষ্ঠানে ক্যান্সার বিষয়ের নামকরণের ভিন্নতা থাকায় চিকিৎসক নিয়োগে জটিলতা রয়েছে। জনবল সংকট নিরসনে অতি দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে বর্তমানে ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে মাত্র ২২৮ জন, জনসংখ্যার তুলনায় যা অপ্রতুল। বিএসআরওর মতে পাঁচ হাজার ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিষয়ের ফ্যাকাল্টি মেম্বার যদি আমাকে সহযোগিতা করেন তবে আমার ক্যাম্পাসেই আগামী সেশনে আসন সংখ্যা ১০ থেকে ১৫ জনে উন্নীত করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্সের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, এক সময় বাংলাদেশের হৃদরোগের রোগীরা বিদেশে যেতেন। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের তালিকায় শুরুর দিকে ছিলেন হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। দেশের হৃদরোগের চিকিৎসায় এখন অনেক উন্নতি হয়েছে।


তিনি বলেন, বর্তমানে বিদেশে যাওয়া রোগীর তালিকায় হৃদরোগের অবস্থান তৃতীয়। তবে ক্যান্সার রোগে আক্রান্ত রোগীরা এ তালিকায় প্রথম। তাই এই বিষয়ে চিকিৎসক বাড়ানো সময়ের দাবি। ক্যান্সারসহ সব চিকিৎসাই সময় নিয়ে পরিকল্পনা মতো করা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরওর সভাপতি অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন। এ সময় সোসাইটির বৈজ্ঞানিক কার্যক্রম ও আন্তর্জাতিক অর্জন সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডা. সাদিয়া শারমিন।

এ সময় ক্যান্সার চিকিৎসায় অসামান্য অবদান রাখার জন্য ছয়জন মরণোত্তর ও আটজন ক্যান্সার বিশেষজ্ঞকে আজীবন সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বিএসআরওর সহ-সভাপতি অধ্যাপক ডা. এম. নিজামুল হক, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, সদস্য অধ্যাপক সারোয়ার আলম, অধ্যাপক ডা. আব্দুল বারী, প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক ডা.মামুন উর রশিদসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ক্যান্সার বিশেষজ্ঞরা অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া। 

টিআই/আরএইচ