ডায়াবেটিসের দ্বিগুণ রোগী কিডনি রোগে ভুগছে
বিশ্বের প্রায় ৮৫০ মিলিয়ন মানুষ কিডনির রোগে ভুগছেন, যা ডায়াবেটিস রোগীর দ্বিগুণ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনি বিভাগের অধ্যাপক ও পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের (পিএনএসবি) মহাসচিব অধ্যাপক ডা. আফরোজা বেগম।
তিনি জানান, পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে ২ কোটি মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছেন, যার এক-চতুর্থাংশই ১৮ বছরের কম বয়সী। বিশ্বে প্রতিঘণ্টায় কিডনি রোগে ৫ শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে শহীদ মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞাপন
ডা. আফরোজা জানান, ২০১৮ সালের তথ্যানুযায়ী বাংলাদেশে প্রায় ৫০ হাজার শিশু দীর্ঘমেয়াদি কিডনি রোগে ভুগছে, যাদের মাত্র ১০ ভাগ পরিপূর্ণ বা আংশিক চিকিৎসা নিয়েছে। কিডনি প্রতিস্থাপন করেছে ১১ জন। বিএসএমএমইউ ছাড়াও কয়েকটি সেন্টারে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, কিডনি রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। একই সাথে চিকিৎসার খরচ আরও সহজলভ্য করতে হবে। এখনও দেশের কোনো উপজেলায় কেউ কিডনিতে আক্রান্ত হলে, কোনো বিশেষজ্ঞ দেখাতে পারেন না, এমনকি জেলা পর্যায়েও একই অবস্থা।
বিজ্ঞাপন
তিনি বলেন, সবখানে ডায়ালাইসিস স্থাপনে সরকারকে পরামর্শ দিয়েছি, সরকারও ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসায় ব্যয় বাড়াতে সরকারকে আরও পরামর্শ দেওয়া দরকার, এতে করে সরকার সহজে পদক্ষেপ নিতে পারবে। বিএসএমএমইউয়ে নেফ্রোলজিস্ট ডিপার্টমেন্টকে আরও বড় করার চেষ্টা চলছে। শিশু কিডনি রোগীদের চিকিৎসায় সকল সুযোগ-সুবিধা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।
বিশ্ব কিডনি দিবস আজ
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, ক্যাম্পাস, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
টিআই/এনএফ