বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ ৮ চিকিৎসক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল হোসাইন এই ফল ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অধ্যাপক ডা. টিটো মিঞা, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. এ.বি.এম. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম, অধ্যাপক ডা. মো. নুর হোসাইন ভূইয়া।

এর আগে রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুর ১টায় যোহরের নামাজের জন্য কিছু সময়ের বিরতি দেওয়া হয়। নির্বাচনে প্রায় ৮ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারাদেশের বিসিপিএস’র ফেলোবৃন্দই এই নির্বাচনের ভোটার। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন।

এ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের বাকি সদস্য ছিলেন অধ্যাপক ডা. হাসান আসকারি মো. নাজমুল আহসান ও অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমাদ।

টিআই/এসকেডি