বাংলাদেশের দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ উন্নততর মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সম্প্রতি সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের (পিএইচডব্লিউসি) সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। 

মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনে সবাই এখন প্রাভা হেলথ-এ এসে অথবা বাসায় বসে ভিডিও কনসালটেশনের মাধ্যমে পিএইচডব্লিউসি-এর অভিজ্ঞ মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করতে পারবেন। সবাইকে সহজে ও সাধ্যের মধ্যে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং প্রদান করাই এই পার্টনারশিপের মূল লক্ষ্য। বর্তমানে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সমস্যা ব্যাপকভাবে বাড়ছে। তাই প্রাভা হেলথ হটলাইন নম্বর ১০৬৪৮ এর মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে সহজে কনসালটেশন নিশ্চিত করেছে।

এছাড়াও প্রাভা হেলথ এবং পিএইচডব্লিউসি-এর এই সমঝোতা চুক্তি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবায় বড় ভূমিকা রাখতে পারে। রোগীরা এখন মাত্র ১২০০ টাকা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবাগুলো নিতে পারবেন৷ প্রাভা হেলথ এবং পিএইচডব্লিউসি সম্মিলিতভাবে সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

প্রাভা হেলথের চিফ মেডিকেল অফিসার, ডা. সিমীন এম আখতার বিশ্বাস করেন, প্রত্যেকের জীবনে মানসিক সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রোগীরা যেন সহজেই মানসম্পন্ন সেবা এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। 

এই সমঝোতা চুক্তির উদ্দেশ্য, সবাই যেন সহজে মানসিক সেবা পেয়ে তাদের জীবনে মানসিক সুস্বাস্থ্যের ইতিবাচক সুফল ভোগ করে, সেটা নিশ্চিত করা।  

এনএফ