শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছর পূর্তি
রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে গত ১৮ জুন রাজধানীর উত্তরায় অবস্থিত শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া আয়োজনের মধ্য দিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয়।
এ সময় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ফুতোশি কোনো, পরিচালক হিরোশি কুমাজাকি, জাপানিজ কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি ডিপার্টমেন্টের চিফ কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কেক কেটে ও হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর সেবায় অবদানের জন্য এবং কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা বলেন, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এক বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল যাত্রা শুরু করেছিল, আমরা সেখানে সফলতা পেয়েছি। চিকিৎসার প্রয়োজনে রোগীরা আমাদের ওপর আস্থা রেখেছে।
শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান বলেন, আমাদের উৎকর্ষ মানসম্পন্ন জরুরি সেবার জন্য এরইমধ্যে আমরা পরিচিতি লাভ করেছি। আমরা আন্তর্জাতিকমানের হার্ট সেন্টার চালু করেছি। আমাদের ডায়ালাইসিস সেন্টার, মা ও শিশু বিভাগসহ অন্যান্য সব ডিপার্টমেন্টকে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত দৃঢ় পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি, যা ভবিষ্যতে আমরা আরও আধুনিক ও সম্প্রসারিত করব ইনশাল্লাহ।
বিজ্ঞাপন
এছাড়া অনুষ্ঠানে অন্যান্য পরিচালক, চিকিৎসক ও ডিপার্টমেন্ট প্রধানরা বক্তব্য রাখেন। এ সময়ে হাসপাতালের চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশি এর শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠান শেষে রোগী ও তাদের পরিজন এবং বিভিন্ন কর্পোরেট মেম্বাররা ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণসহ এবং জাপানিজ ফুড ফেস্টিভ্যাল, ম্যাজিক শো, গেম শো এর মতো নানা আয়োজনে অংশগ্রহণ করেন।
জেডএস