বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনকের নামে এ বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টিকে গুরুত্ব সহকারে দেখেন। তিনি সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খোঁজ-খবর রাখেন। এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির দিকে এগিয়ে নিতে নিজেদের উজাড় করে দিতে হবে।

রোববার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদুল আজহা পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়িত করার মাধ্যমে এটা প্রমাণিত সত্য যে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশ অবশ্যই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

উপাচার্য বলেন, ঈদুল আজহা হলো আত্মত্যাগের ঈদ। কীভাবে অন্যের উপকারে নিজেকে ত্যাগ করতে হয় তা শেখায় ঈদুল আজহা।  

এর আগে সকাল ৯টা থেকে সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। ঈদ পরবর্তী এই ঈদ পুনর্মিলনীতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

টিআই/এসকেডি