হেলথকেয়ারে ‘জিরো কম্প্রোমাইজ’ অঙ্গীকারে ইউনাইটেডের ১৭ বছর পূর্তি
হেলথকেয়ারে ‘জিরো কম্প্রোমাইজ’ এই অঙ্গীকারকে প্রতিপাদ্য করে দেশের শীর্ষস্থানীয় হেলথকেয়ার ব্র্যান্ড ‘ইউনাইটেড হেলথকেয়ার’ ১৭ বছর পূর্তি উদযাপন করেছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ ইউনাইটেড হেলথকেয়ারের সব অঙ্গ প্রতিষ্ঠান, সাঁতারকুলের ‘ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল’, ধানমন্ডির ‘মেডিক্স’ এবং জামালপুরের ‘এম এ রশিদ হসপিটাল’-এ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বিজ্ঞাপন
বাদ আসর ইউনাইটেড হেলথকেয়ারের সব প্রতিষ্ঠানের জন্য ও রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়েই ইউনাইটেড হসপিটাল যাত্রা শুরু করেছিল। আর ১০ অ্যাক্রিডিটেশান আমাদের এই সেবার মানকে স্বীকৃতি দিলো।
এতে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা;
চিকিৎসক, নার্স ও ইউনাইটেড হেলথকেয়ারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেডএস