সারা বিশ্বেই ভয়াবহ আকারে বাড়ছে ডায়াবেটিস। তবে নতুন করে এ ডায়াবেটিস মহামারির অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠছে বাংলাদেশসহ সাউথ-ইস্ট এশিয়ার দেশগুলো। তবে চিকিৎসকসহ স্বাস্থ্য সংশ্লিষ্টদের আশঙ্কা, ডায়াবেটিস আক্রান্ত হলেও বড় একটা অংশ চিকিৎসার আওতায় আসছে না।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘বাডাস-আইডিএফ সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল সায়েন্টিফিক কনফারেন্স-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান।

অনুষ্ঠানে জানানো হয়েছে, আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) প্রতিবেদন অনুযায়ী, এ অঞ্চলের ২০ থেকে ৭৯ বয়স পর্যন্ত প্রায় ৯০ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তবে এ বিশাল সংখ্যক আক্রান্তের মধ্যে প্রায় ৪৬ মিলিয়ন মানুষকে ডায়াগনোসিসের আওতায় আনা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, পৃথিবীর দীর্ঘস্থায়ী রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিস কেয়ার ও ব্যবস্থাপনাসহ ঝুঁকি কমিয়ে আনতে নতুন নতুন বিষয় আসছে। এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলনে একে অপরের সঙ্গে এবং এক দেশের সঙ্গে অন্য দেশের বিশেষজ্ঞদের  অভিজ্ঞতাগুলো শেয়ার করা যায়, একইসঙ্গে কার্যকর বিষয়গুলো নিয়ে যৌথভাবে কাজ করার নতুন অধ্যায় তৈরি হয়।

অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক এ কনফারেন্সের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক আকতার হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি এবং আইডিএফ-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

জানা গেছে, কনফারেন্সের প্রথম কার্য দিনে এ অঞ্চলে ডায়াবেটিক কেয়ারসহ মোট চারটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সায়েন্টিফিক কনফারেন্সে দেশ-বিদেশের পাঁচশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক-গবেষক অংশ নিয়েছেন।

টিআই/এফকে