বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে ৩৯ রোগীর চোখের অপারেশন
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনা খরচে ৩৯ জন রোগীর চোখের ছানি ও মাংস বৃদ্ধিজনিত অপারেশন করা হয়েছে। অপারেশন করা রোগীদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৮ জন নারী ছিলেন। এদের মধ্যে ৩৮ জনের চোখের ছানি অপারেশন, একজনের মাংস বৃদ্ধি অপারেশন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি অপারেশন করা হয়।
বিজ্ঞাপন
অপারেশন তত্ত্বাবধান করেন ইনস্টিটিউটের পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদ। অপারেশন অংশ নেন হাসপাতালটির চিকিৎসক ডা. মজুমদার গোলাম রাব্বি, ডা. আক্তার ফেরদৌসি জাহান এবং ডা. তাসরুবা শাহনাজ।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পাবলিক রিলেশন অফিসার ফাইজা রহমান বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গরিব-দুঃখীদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে প্রায় ২ হাজার ৮৭৩ জনের বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।
বিজ্ঞাপন
টিআই/এমএ