বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে (মার্চ- ২০২৪ শিক্ষাবর্ষ) রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এবছর চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে অংশ নেওয়া চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ৭ হাজার। পরীক্ষার ফলাফল আজ রাতের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ১৫১টি হলে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫৮৪টি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৯ জন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজ শুক্রবারই রাতে পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা প্রসঙ্গে কেন্দ্র পরির্দশন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল সন্তোষজনক।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম জানান, এ বছর মেডিসিন অনুষদে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো ২ হাজার ৬১৮ জন, সার্জারি অনুষদে ৬৩৯ আসনের বিপরীতে ৩ হাজার ৫৩৪ জন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদে ১৯৬ আসনের বিপরীতে ৩৭৭ জন, ডেন্টাল অনুষদে ৮২ আসনের বিপরীতে ৩৯১ জন এবং শিশু অনুষদে ১৪৭ আসনের বিপরীতে ৬০৯ জন পরীক্ষার্থী। 

পরীক্ষায় কেন্দ্র পরির্দশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিকসহ আরও অনেকে।

টিআই/এমএ