ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু শূন্যে নামলো
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৭ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত তিন লাখ ১৭ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ১৮১ জন। ঢাকার বাইরে আরও দুই লাখ ৮ হাজার ৭৭৫ জন আক্রান্ত হন।
বিজ্ঞাপন
এ ছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৩০৮ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৬৪৫ আর ঢাকার বাইরের দুই লাখ ৬ হাজার ৬৬৩ জন রয়েছেন।
এমজে