বাংলাদেশ ভাসকুলার সোসাইটির ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের অধ্যাপক ডা. এএইসএম বাশারকে, মহাসচিব করা হয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেলকে।

শুক্রবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়।

জানা গেছে, বিকেল ৩টায় বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা রাত ৮টা পর্যন্ত। সোসাইটির সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৫) নির্বাচিত হয়েছেন।

সারা দেশ থেকে আগত ভাসকুলার সার্জনরা নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেন। উৎসবমুখর পরিবেশে প্রায় ৯০ শতাংশ ভোট পড়ে।

টিআই/এনএফ