মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস সোবহান আর নেই
প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, ফুসফুস এবং কিডনি অকার্যকর হওয়ার পর অধ্যাপক ডা. আব্দুস সোবহানকে সিএমএইচে ভর্তি করা হয়, সেখানে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আগামী শনিবার (৬ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর বনানী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, অধ্যাপক ডা. আব্দুস সোবহান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক। সব দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সাবেক সভাপতি ছিলেন।
টিআই/এমএ