সম্মিলিত নার্সিং শিক্ষা ছাত্রলীগ নামে যাত্রা শুরু করছে ছাত্রলীগের নতুন একটি ইউনিট। দেশের সব নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক দাবি ও স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন এ ইউনিট তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এদিকে ছাত্রলীগের নতুন ইউনিটকে শুভেচ্ছা জানিয়েছে নার্স নেতারা।

সোমবার বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নার্সিং ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কৃতজ্ঞতা জানান।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। জানানো হয়, দেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত নার্সিং শিক্ষা শাখা গঠন করা হয়েছে। এই শাখাকে সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ সাংগঠনিক ইউনিটে পদপ্রত্যাশীদের আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জমা দেওয়া যাবে জীবনবৃত্তান্ত।

টিআই/এমজে