স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকার আরও ৩টি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আরও একটি হাসপাতালকে শোকজ ও আরেকটিকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান।

তিনি জানান, বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো- মোহাম্মদপুর ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক, শ্যামলী এলাকার ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল, উত্তরা হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল। এগুলোর লাইসেন্স না থাকা ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডা. মঈনুল জানান, শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালকে শুধু তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে। কালার কোডেড বিন সঠিক না থাকায় ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সর্তক করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলী হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করা হয়েছে। এছাড়াও শ্যামলী এলাকার এসবিএফ কিডনি কেয়ার সেন্টারে ফুল টাইম কিডনি কনসালটেন্ট না থাকায় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন দল লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক, উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করে। তবে তাদের সবকিছু ঠিকঠাক পাওয়া যায়।

টিআই/এসকেডি