বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডা. মো. আবুল কেনানকে আহ্বায়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দকীকে সদস্য সচিব করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) কনফারেন্স রুমে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি, ডা. জামাল উদ্দিন আহমদ। কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. জহির উল ইসলাম।
এদিকে আসন্ন ৩৮তম বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কনফারেন্স উপলক্ষ্যে একটি আয়োজক কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডা. ওয়াকিল আহমেদ এবং সেক্রেটারি করা হয়েছে ডা. মো. মিজানুর রহমানকে।
বিজ্ঞাপন
সভায় দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়।
টিআই/এসএসএইচ