জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য সংগঠন সেল গঠন করা হয়েছে। সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. আব্দুল আহাদ।

রোববার (২৬ জানুয়ারি) নাগরিক কমিটির আহ্বায়ক ডা. নাসীরুদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য সংগঠন সেল গঠিত হলো। সেলের সদস্য হিসেবে চারজন চিকিৎসকসহ নয়জন কাজ করবেন।

সেলের সদস্য হলেন- ডা. মাহমুদা আলম মিতু, ডা. মিনহাজুল আবেদীন, ডা. মনিরুজ্জামান, ডা. আশরাফুল আলম সুমন, অর্পিতা শ্যামা দেব, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদতী, সাগর বড়ুয়া, ফারিবা হায়দার ও মুনতাসীর মাহমুদ।

টিআই/জেডএস