সাইকেল চালিয়ে ১২৪ কেজি ওজন কমালেন যুবক
সাইকেল চালিয়ে ২২২ কেজি থেকে ১২৪ কেজি কমালেন আমেরিকান নাগরিক রায়ান গ্রেওয়েল (৩৬)। মাত্র দুই বছরে কোনো অস্ত্রোপচার ছাড়াই ১২৪ কেজি ওজন কমান তিনি।
জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬ বয়সী যুবক রায়ান গ্রেওয়েল অনিয়মিত জীবনযাপন। খারাপ খাদ্যাভ্যাস। ফাস্ট ফুডের প্রতি আসক্তির ফলে ওজন হয়েছিল ২২২ কেজি!। এরপর চলাফেরা, ওঠাবসা, দৈনিক কাজে প্রবল অসুবিধার মধ্যে পড়েছিলেন ওই যুবক। এর জন্য নিজেকেই দায়ী করেছেন তিনি। অসহ্য হয়ে উঠেছিল জীবন। অনেকবার ভেবেছেন এইভাবেই কেটে যাবে বাকি জীবন। অবশেষে সিদ্ধান্ত নেন যে করেই হোক ফিরবেন স্বাভাবিক জীবনে। সেই শুরু ২০২৩ সালে একটি সাইকেল কেনেন তিনি। প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময় সাইকেল চালাতে থাকেন। মাইলের পর মাইল পাড়ি দেন সাইকেলেই। তবে তা একদিনে নয়। ২৪ মাসের চেষ্টায় তার ওজন কমিয়ে ফেলেছেন ১২৪ কেজি।
বিজ্ঞাপন
তিনি আরও লেখেছেন , ‘আমি প্রবল ব্যথায় ভুগছিলাম। বিশেষ করে হাঁটুতে ব্যথা হত। আমাকে একজন সাইকেল চালানোর পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে সাইকেলিংয়ের ফলে মে মাসের মধ্যে আমার ওজন ৭০ পাউন্ড কমে গিয়েছিল। এখন আমার ওজন ৯৮ কেজি। আমি এখনও আমার লক্ষ্যে আসতে পারিনি। এই বছরের নভেম্বরের মধ্যে নিজের লক্ষ্যে পৌঁছে যাব।
বিজ্ঞাপন
এমএন