সাড়ে ৩ কোটি শিশুকে দেওয়া হবে এমআর টিকা
সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়
হাম-রুবেলা প্রতিরোধে সারাদেশে ৩ কোটি ৪০ লাখ শিশুকে এমআর টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স সার্জেন (বিসিপিএস) মিলনায়তনে হাম-রুবেল ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে সরকারের মাধ্যমে দেশব্যাপী বেশ কয়েকবার হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হওয়া সত্ত্বেও, বিগত কয়েক বছরে দেশে রোগটির প্রকোপ ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ২০২৩ সালকে হাম-রুবেলা দূর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চতুর্থবারের মতো সারাদেশে একযোগে আরও একটি হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
জাহিদ মালেক বলেন, প্রতিবারের মতো এবার স্কুল ক্যাম্পেইন থাকছে না। এবারের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে কমিউনিটির ভিত্তিতে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিয়মিত টিকাদান কর্মসূচিও চালু থাকবে। এ সময়ে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, হাম-রুবেলা ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। চলমান কোভিড-১৯ মহামারি বিবেচনা করে জনগণ ও স্বাস্থ্যকর্মী উভয়ের স্বাস্থ্য সুরক্ষায়ও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বকস চৌধুরীসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
হাম-রুবেলা রোগ ও এর জটিলতা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে উত্তম উপায় হলো সঠিক সময়ে শিশুকে এমআর টিকা দেওয়া। নিয়মিত টিকাদান কর্মসূচিতে শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে মোট ২ ডোজ এমআর টিকা দেওয়া হয়ে থাকে।
টিআই/জেডএস