বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গবেষণা সংক্রান্ত ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) এবার যুক্তরাষ্ট্র সরকারের অফিস ফর হিউম্যান রিসার্চ প্রোটেকশনস (ওএইচআরপি) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে। এর মাধ্যমে গবেষণায় নৈতিকতা, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তর্জাতিক মান অর্জন করল বিএমইউ। সম্প্রতি ওএইচআরপি বিএমইউর আইআরবিকে নিবন্ধিত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওএইচআরপির নিবন্ধনের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে ফান্ড পেতে পারেন। গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এটি সহায়তা করবে। একইসঙ্গে তারা (ওএইচআরপি) বিভিন্ন সময়ে আমাদের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কার্যক্রম তদারক করবে, তারা এর কোয়ালিটি বা গুণগত মান তদারকি করবে। এই তদারকির কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাও উন্নত হবে।’

অধ্যাপক শাহিনুল আলম আরও বলেন, ‘ভবিষ্যতে এসব গবেষণা আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে প্রকাশের ক্ষেত্রে আমরা সুবিধা পাব। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং অর্জনেও এই তালিকাভুক্তি সহযোগিতা করবে।’

আইআরবি মূলত একটি নীতিনির্ধারণী কমিটি, যা গবেষণার অনুমোদন, নৈতিকতা যাচাই, ঝুঁকি মূল্যায়ন, গবেষণার সময় নজরদারি এবং অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করে। ওএইচআরপি-র নিবন্ধন মানে, এই বোর্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে—যা বৈশ্বিক গবেষণা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

বিএমইউ কর্তৃপক্ষ বলছে, এই স্বীকৃতি গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, বহুজাতিক প্রকল্পে অংশগ্রহণ এবং বৈদেশিক তহবিল আহরণে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, নিবন্ধনের ফলে বিএমইউর গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করায়, বিশ্বমানের জার্নালে গবেষণাপত্র প্রকাশে সুবিধা হবে। একই সঙ্গে, বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথও সুগম হবে।

টিআই/এআইএস