বিএমইউতে নার্সিংয়ে মাস্টার্সে ভর্তি শুরু, শেষ সময় ২০ জুলাই
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইএএনার)-এ মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। জুলাই ২০২৫ শিক্ষাবর্ষের এই কোর্সে বেসরকারি প্রার্থীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমইউ এবং এনআইএএনার মিলিয়ে মোট ১৬টি ডিসিপ্লিনে এমএসএন প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। বিএমইউ’র অধীনে যেসব বিষয়ে ভর্তি হবে, তার মধ্যে রয়েছে কার্ডিও-থোরাসিক নার্সিং, নিউরোসায়েন্স নার্সিং, অর্থপেডিক অ্যান্ড ট্রমা নার্সিং, অপথালমিক নার্সিং, ইন্টেন্সিভ কেয়ার নার্সিং, নেফ্রো-ইউরোলজি নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, উইমেন’স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং এবং কমিউনিটি হেলথ নার্সিং। অন্যদিকে, এনআইএএনার-এর অধীনে থাকছে অ্যাডাল্ট অ্যান্ড এলডারলি হেলথ নার্সিং, উইমেন’স হেলথ অ্যান্ড মিডওয়াইফারি নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং এবং নার্সিং ম্যানেজমেন্ট।
সরকারি এবং বিএমইউ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে প্রেষণাদেশ বা ছুটির আদেশ পাওয়ার পর ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত সভ ধরনের তথ্য এবং কোর্স ফি, টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি জানা যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে। বিএমইউতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায়, কক্ষ নম্বর ২৩১-এ।
বিজ্ঞাপন
ভর্তির সময় সব প্রার্থীকে কিছু নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে নির্বাচিত তালিকায় প্রার্থীর নাম সংবলিত কপি (বিএমইউ ওয়েবসাইট থেকে প্রিন্ট করে), ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি, দুটি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের অনুলিপি, বিএসসি ইন নার্সিং/মিডওয়াইফারি ডিগ্রির মূল সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সনদের অনুলিপি। এছাড়া মূল মাইগ্রেশন সনদ এবং তার একটি অনুলিপিও জমা দিতে হবে। এসব কাগজপত্রের একটি করে অনুলিপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।
প্রার্থীদের মূল মাইগ্রেশন সনদের স্ক্যান কপি নিজ নিজ কাছে সংরক্ষণ করে রাখতে হবে, যা পরে ই-রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে। জুলাই ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব প্রার্থীকে আগামী ৩০ অক্টোবর ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৬ সালের মধ্যে অনলাইনে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাস্টার অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রামে নির্বাচিত সব প্রার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করতে হবে এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আগামী ২০ জুলাই পর্যন্ত বেসরকারি প্রার্থীদের ভর্তি কার্যক্রম চালু থাকবে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনকারীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
টিআই/জেডএস