দ্রুত ওজন কমানোর সহজ পথ হিসেবে অনেকেই শুধুমাত্র সালাদ খাওয়ার দিকে ঝুঁকছেন। কিন্তু পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেবল সালাদ খেয়ে শরীরের অতিরিক্ত চর্বি বা মেদ কমানো সম্ভব হলেও, তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে। সুষম খাদ্যাভ্যাসই পেটের চর্বি কমানোর এবং শরীরকে ফিট রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি।

সালাদে সাধারণত কম ক্যালোরিযুক্ত সবজি ও ফল থাকে, যা শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হওয়া প্রতিরোধ করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে। শসা ও টমেটোর মতো জলযুক্ত সবজি শরীরকে হাইড্রেটেড রাখে এবং ক্ষুধা নিবারণে সহায়ক।

তবে, শুধুমাত্র সালাদ খেলে শরীরে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রয়োজনীয় কার্বোহাইড্রেটের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে দুর্বলতা বাড়তে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।

ওজন কমাতে শুধু ক্যালোরি কমানো যথেষ্ট নয়; শরীরকে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করতে হবে। পেশি শক্তিশালী রাখতে এবং চর্বি পোড়াতে প্রোটিন ও ফাইবারের সঠিক ভারসাম্য অপরিহার্য।

বিশেষজ্ঞরা মনে করেন, চর্বি কমাতে এবং সুস্থ থাকতে শুধুমাত্র সালাদের ওপর নির্ভর না করে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং কার্বোহাইড্রেটের সঠিক সমন্বয় সাধন করা জরুরি। একটি সুপরিকল্পিত ও সুষম ডায়েটই দীর্ঘমেয়াদে ওজন কমানোর সবচেয়ে কার্যকর এবং স্বাস্থ্যকর উপায়। সূত্র- নিউজ ১৮

এমজে