ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একইসঙ্গে ড্যাবের নতুন নেতৃত্বের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আগ্রহও ব্যক্ত করেছে সংগঠনটি।

এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।’

এতে আরও বলা হয়, ‘এনডিএফ নেতৃবৃন্দ ড্যাবের নব-নির্বাচিত নেতৃত্বের সঙ্গে চিকিৎসকদের অধিকারসহ জনগণের স্বাস্থ্যের অধিকার আদায় এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন’।

টিআই/এমএন