বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের বিবৃতি
আইন উপদেষ্টোর বক্তব্য চিকিৎসকদের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর আঘাত
চিকিৎসকদের নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে “অযৌক্তিক ও অবমাননাকর” আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তার মতে, এই বক্তব্য চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত হেনেছে।
বিজ্ঞাপন
রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইন উপদেষ্টার বক্তব্যের তীব্র সমালোচনা করেন ডা. রফিকুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডা. রফিকুল ইসলাম, আইন উপদেষ্টার এমন ঢালাও মন্তব্য চিকিৎসক সমাজকে অকারণে অপমানিত করেছে। চিকিৎসকদের ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দেওয়া শুধু অযৌক্তিকই নয়, এটি পেশার সততা নিয়ে প্রশ্ন তোলার মতো গুরুতর আঘাত।
তিনি বলেন, দেশের অভিভাবকেরা এখনো সন্তানদের চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন। সেখানে এমন মন্তব্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দায়িত্বশীল পদে থেকে কয়েকজনের সীমিত দুর্বলতাকে পুরো চিকিৎসক সমাজের ঘাড়ে চাপানো অনভিপ্রেত ও নিন্দনীয়।
ডা. রফিকুল মনে করেন, চিকিৎসকদের পেশাগত দুর্বলতা থাকলে তা নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু তাদের দালাল আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অভিযোগ করেন, অতিরিক্ত পরীক্ষা দেওয়ার প্রসঙ্গ তুলে ড. আসিফ নজরুল বিদেশে চিকিৎসা গ্রহণকে পরোক্ষভাবে প্রচারণা করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, যেসব চিকিৎসক পার্শ্ববর্তী দেশে উচ্চতর প্রশিক্ষণ নেন, তারা জানান- সেসব দেশেও নতুন ওষুধ বাজারজাতকরণের সময় চিকিৎসকদের মধ্যে প্রচারণা চালানো হয়। তাহলে পার্শ্ববর্তী দেশের তুলনা এনে তিনি কি আমাদের দেশকে অপমানিত করে বিদেশি ব্র্যান্ডিং করতে চাইছেন?
তিনি দাবি করেন, আইন উপদেষ্টার অসৌজন্যমূলক বক্তব্যের অংশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মর্মাহত চিকিৎসকদের প্রতি প্রকাশ্যে সম্মান প্রদর্শন করতে হবে।
প্রসঙ্গত, গতকাল শনিবার রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন?
এর পর এই বক্তব্যের প্রতিবাদ জানায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ড্যাব) বিভিন্ন সংগঠন। বিবৃতিতে আসিফ নজরুলের বক্তব্যের তীব্র নিন্দা জানান।
টিআই/এমএসএ